রক্ত যখন দিয়েছি– রক্ত আরো দেব,
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব,
ইনশা আল্লাহ।
–এরপরও কি কেউ বসে থাকতে পারে?
আজও সবার মন-প্রাণ-হৃদয়ে যেন বাজে
বঙ্গবন্ধুর সেই বাক্য, 'প্রত্যেক ঘরে ঘরে
দুর্গ গড়ে তোলো–তোমাদের যা কিছু আছে,
তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে...
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
জয় বাংলা।'
সহযোদ্ধার লাশের উৎকট গন্ধ, পেটের জ্বালা,
পানির পিপাসা, ঘুম, ক্লান্তি– কোনোকিছুই
থামাতে পারেনি মুক্তিযোদ্ধাদের।
বাবা হারানোর ব্যথা, সন্তান হারানোর ব্যথা,
মায়ের বিধবা হবার কষ্ট, সম্ভ্রম হারানো
বোনের নির্বাক যন্ত্রণা, স্বজন হারানো শোক
সব কিছুই যেনো–
মুক্তিযোদ্ধাদের করেছে বহুগুণে তেজীয়ান;
তাইতো পেয়েছি আমরা একটি স্বাধীন দেশ,
সোনার বাংলাদেশ।।
বিশ্ব ইতিহাসের পাতায় যে কবিতা আজও
বিস্ময়ে আলোচিত; তার নাম বাংলাদেশ,
প্রিয় জন্মভূমি আমার।
_________________________
১৪/১২/২০২০🖋️
একটি বাংলাদেশ -১৬ থেকে ১৪