বড় দুঃখ হয়;
এমন কিছু মানুষ আছে
বাংলাদেশে জন্মেও, এদেশের
আলো-বাতাস গায়ে মেখে,
সবুজ ঘাসের উপর খেলা করে
বড় হয়েও–
তাদের দেহ মন থেকে
বেরিয়ে আসে ভারত ভারত কিংবা
পাকিস্তান পাকিস্তান গন্ধ-----।
এদের জন্য খুব দুঃখ হয়।
সেই গন্ধটা বড় দুর্গন্ধ হয়;
বাংলাদেশ যখন ক্রিকেট খেলে
ভারত কিংবা পাকিস্তান থাকে প্রতিপক্ষ।
আর আমি! কিংবা আমরা!
হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ,
চিৎকার করে বলি বাংলাদেশ, বাংলাদেশ,
সাবাস বাংলাদেশ।
নিরন্তর শুভ কামনা জানাই
প্রাণের বাংলাদেশের জন্য,
এগিয়ে যাবে বাংলাদেশ,
জিতবে একদিন বাংলাদেশ,
বিশ্ব দেখবে অবাক হয়ে
স্ব গর্বে গর্বিত বাংলাদেশ।
----------------------------------------
০২/০৬/২০১৯🖋️
#উৎসর্গঃ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করা বাংলাদেশ ক্রিকেট দলকে। অনেক ভালো খেলোছিলো.....প্রিয় 🇧🇩