সাগর কখনো ডাকেনা নদীর জলরাশিকে,
তবুও একাধিক নদীর জল আপন মনে
চুপিসারে ঠাঁই নেয় বিশাল সাগরের বুকে।
সাগর নদীর জলকে কখনো বলে না–
                                     'নদীর জল,
চলে যা তোরা আপন আপন নদীর বুকে।'
সাগর নদীর জলকে অতিথি ভাবে না,    
                            ভাবে- পরমাত্মীয়,
বুকের মাঝে আগলে রাখে গভীর মমতায়।

                        আমার বাংলা ভাষাও;
সব ভাষাকে আপন মনে করে, সব ভাষাকেই
দেয় ঠাঁই আর আমাদের ভাষার পরিধিকে
                                      করে সমৃদ্ধ।
দেখো আরবী, ফারসি, হিন্দি, উর্দু,  গুজরাটি,
ইংরেজি, পাঞ্জাবি-পর্তুগীজ, আরে আরো
কত শত ভাষা ভেসে এসে
             নিয়েছে ঠাঁই আমার বাংলা ভাষায়।

সাগরের মতোই আমার বাংলা ভাষা
সব ভাষাকেই (যারা ঠাঁই নেয়)
আপন বুকে জড়িয়ে রাখে পরম মমতায়।
____________________
                  তাং-- ২৪/০২/২০১৩🖋️
                   বসুন্দিয়া মোড়, যশোর।
                                    
আমরা ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞ....