সবুজে শিশির ফোটা- মুক্ত হয়ে জ্বলে,
     ভোর রাতে পাখি জাগে, গল্প হয় শুরু
     সকালে মাঝির নৌকা ভাসে ভাঁটি জলে
     জেলেরা কোমর বেঁধে ছেড়ে যায় মরু।
     কৃষাণীরা ছুটে ক্ষেতে– মুড়ি চিড়া দুধ,
     ফজরে কৃষক গেছে ধান কেটে নিতে,
     সোনালী ধানের ক্ষেতে– সুখ আর সুখ,
     কৃষাণীর চোখে হাসি সোনা ফলা ক্ষেতে।

     বিকালে রাখালী ছুটে গরু বাঁধা চরে,
     বাঁশিতে সুখের সুর— প্রেম-মায়া- রাগে,
     নদীতে অলস নৌকা ভাসে ঢেউ চিড়ে,
     বাঁশবনে ঘনিয়ে সন্ধ্যা- মুগ্ধ হই দেখে।
     —আমার নয়ন জোড়া তৃপ্ত বাংলা বুকে
     জীবনের হাসি-কান্না— মুগ্ধ বাংলা রূপে।
--------------------------------------
৩১/১০/২০২০🖋️                  
রূপসী বাংলা- ১২ থেকে ০৪

অক্ষরবৃত্ত ছন্দ (পয়ার)
৮(৬+২) + ৬ = ১৪ মাত্রা।
পর্ব সংখ্যা- ২