তুমি আমার হৃদয়ের ভাষা
হাজার স্বপ্ন, হাজার আশা।
তুমি আমার না বলা কথা
লুকিয়ে রাখা অথৈ ব্যথা।
আমার সোনার বাংলা....
আমি তোমায় ভালোবাসি,
যেখানেই যাই, যতদূরেই থাকি
তোমার কোলেই ফিরে আসি।।
এ হৃদয়ে কত গল্প জমা
কতশত কবিতার পঙক্তি মালা!
সব শুধু তোমাকেই ঘিরে
তুমি হৃদয়ে সুখের ডালা।
______________________
২৩/০২/২০২৩🖋️