যে নেতার মুখে মাটি, কৃষি আর
সাধারণ মানুষের কথা,
যে নেতার বুকে মানুষের কষ্ট দেখে
দিবানিশি জেগে রয় ব্যথা,
সে এক মহান নেতা; যাঁর নাম–
খোকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
যাঁর কথায় আপামর জনতার বুকে
জেগেছিল মহান স্বাধীনতার গান....।
হে বঙ্গবন্ধু, ভুলি নাই তোমাকে–
আজও শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়
ভালোবাসায় আগলে রেখেছি বুকে....।
_________________________
১৫/০৮/২০২১🖋️