বহুদিন পর কথা হল মুঠোফোনে একদিন
সাদা-কালো ক'টা বাক্য বিনিময়,
তারপর জীবনের গল্প–
ছেলেটা জানে- অনেক কষ্টের মাঝে থাকে সে;
যদিও আছে রাজ প্রাসাদ, নামি-দামী ব্রান্ডের
প্রসাধনী, হাত খরচের কাড়ি কাড়ি টাকা,
তবুও সে অসুখি, করে চলে সুখের অভিনয়?
ছেলেটার অগত্যা প্রশ্ন- কিভাবে ভালো আছো?
উত্তরে এক গাল হেসে মেয়েটা মধুকণ্ঠে বলে–
'ভালো থাকাটা নিজের কাছেই।'
ছেলেটা শুনে অবাক হয়, ফোনের লাইনটা
কেটে দেওয়ার ইচ্ছে করে না, তবু কাটতে হয়;
শেষ কথায় কবিতার ছলে বলে–
'বন্ধু, ভালো থেকো এভাবেই সব ভুলে,
চোখের কোণে যেন না আসে লোনা জল;
হারিয়ে ফেলো না মনবল,
তোমার ঠোটের কোণে থাকুক মধুর হাসি;
হৃদ-মাজারে বাজুক করুণ বাঁশি,
পৃথিবী তোমার হাতেই সব সুখ দিবে তুলে।।'
'আমায় ক্ষমা করে দিও,' বলার আগেই
ছেলেটা নিজেই কেটে দিয়েছে ফোনের লাইন–
সে কথা বলার সৎ সাহস হারিয়ে গেছে
অনেক অনেক আগেই।
যেভাবেই হোওক মেয়েটা ভালো আছে,
ছেলেটা যে আজও ভালো নেই;
এ কথাটাও হলো না বলা।
-------------------------------------------
১২/১২/২০১৬🖋️