ভাবি নি, ভুল করেও ভাবি নি,
কেউ ভাবে নি–
হঠাৎ করে সুন্দর পৃথিবীটার
এতো কিছু বদলে যাবে এভাবে!
মাত্র কয়েক দিনের ব্যবধানে
এতোগুলো মানুষ মরে গেলো!
অনাকাঙ্ক্ষিত ভাবে এতোগুলো মৃত্যু,
অগণিত শোকার্ত পরিবারের আবির্ভাব
দেখার পরেও বেঁচে আছি; বেঁচে আছি যারা–
তাদের কাছে এর চেয়ে বিস্ময়কর
আর কি বা হতে পারে বলো?
তাই বলে ভেবো না–
তুমি-আমি 'করোনা' থেকে রেহাই পেয়েছি,
যেকোনো সময় ঘাতক 'করোনা'
বসত গড়তে পারে তোমার-আমার ভিতরে
ফুসফুসের কোমল জমিনের উপর,
'করোনা'র সাথে লড়াই করেই
তোমাকে-আমাকে জয়ী হতেই হবে।
সাহসী হওয়া চাই; বাঁচতেই হবে যে–
নিজের জন্য না হলেও অন্যের জন্য;
যাদের জন্য এসেছি পৃথিবীতে এবং
যারা এসেছে প্রণয়ের বন্ধনে
ফল হয়ে, ফুল হয়ে।
-----------------------------------------
১৮/০৬/২০২০🖋️