প্রকৃতির গায়ে জমে থাকা
ধুলোবালির আস্তরণ
ধুয়েমুছে দিতে আসমান থেকে
নেমে আসে বৃষ্টি
মানুষের মনে মনে জমে জমে থাকা
লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, পাপচার
কে দিবে ধুয়েমুছে– যদি মানুষ নিজে নিজে
নিজের ভিতর বাহিরে না ফেলে দৃষ্টি।
অথচ মানুষের স্বভাবটা-ই এমন
স্বচ্ছ দর্পণের সামনে দাঁড়িয়েও
দেখতে পায়না নিজেকে,
আত্মদর্শনে অন্ধত্ব জীবনযাপন!
শ্রেষ্ঠ জীবের উপাধি পেয়েও;
অনেক দূরে– পূণ্য থেকে।
___________________
১৭/০৪/২০২৩🖋️