পাশের ঘরে লাশ রেখে
আমরা যাই শপিং-এ,
শপিং থেকে ফিরে এসে
কাঁদবো সুর মিলিয়ে।।
রোগ-শোক, মৃত্যু খেলা
নিয়ম এ যে নিত্যকার,
করোনা নিয়ে কেন তবে
চলছে এতো তোলপাড়!!
আসছি ভবে যেতে হবে
অতো কিসের ভয়!?
মৃত্যু নিয়ে খেলতে খেলতে
হয়ে যাবো মৃত্যুঞ্জয়।।
বাঙালি ভাই বীরের জাতি
ভয় করে না কোন কিছু,
সবাই ছুটছে সমান তালে
যেন; মৃত্যু নয় কোন কিছু ।।
যাই বলো ভাই, কথা নাই–
কেনা চাই-ই ঈদের কাপড়,
করোনা ভাইরাস ভাগবে দূরে
দেখলে পরে বীরের ফাফর।।
করোনা ধরবে যাকে; মরবে সে
বাদবাকিদের কিসের জ্বালা?
আমজনতার ইচ্ছের ঘরে
হুদাই কেন মারছো তালা?
ভাবুক মন আর ভেবো না
যাদের মরার ইচ্ছে আছে,
তাদের তুমি থামাতে গিয়ে
হুদাই জ্বালা পাবে পিছে।।
______________
০৩/০৫/২০২১🖋️