ছি! তোকে দেখে খুব লজ্জা হয় আজ,
আরে সেদিন তো কাঁদিস নি এভাবে;
             নিরবে, দীর্ঘশ্বাসও ফেলিস নি।

কী ভীষণ বৃষ্টি ছিলো, মেঘেদের গর্জনও ছিলো
তুমুলভাবে- সারাদিন ভিজে যা আয় করেছিলি;
হাঁটুজল মাড়িয়ে গভীর রাত ঘরে ফেরার পথে
গর্তে পা পিছলে পড়ে গেলি, সবকিছুই
পড়ে গেলো- খালি হাতেই ফিরলি ঘরে!
কই, সেদিনতো কাঁদিস নি। মাকে বলেছিলি-
                          'মহাজন টাকা দেয় নি।'

পরদিন ঠিকই আবার কাজে গিয়েছিলি।

আজ কেন তবে একটুতে ভেঙ্গে পড়িস?
ছি! আজ কেন নিরবে কাঁদিস?
একদিন তোকে দেখে অনুপ্রাণিত হতাম
আর আজ! লজ্জিত হই বারবার।

ওরে হতভাগা ঘুরে দাঁড়া,
আমার বিশ্বাস এবং আস্থাও আছে,
তুই পারবি; তোর পারারই কথা।
মনে রাখিস বারবার ব্যর্থ হয়েও মাঝি
                      থেমে যায়না কখনো।
--------------------------------------------
২২/১২/২০১৮🖋️