এখন সময় কারো জন্য ভালো নয়,
                 পৃথিবী জুড়ে যুদ্ধের দামামা!
যারা দখলের নেশায় নগ্ন করেছে অস্ত্র আর
যারা আত্মরক্ষা কিংবা প্রতিরোধ-প্রতিশোধে
হাতে নিয়েছে হাতিয়ার, সাজিয়েছে কৌশল–
                     দু'পক্ষের কেউ ভালো নেই।

ঘরে-বাইরে কুট কাট, ক্রেতা-বিক্রেতায় দ্বন্দ্ব,
ভালোবাসার বন্ধনগুলো ছিঁড়ে যাচ্ছে
                          অস্তিত্ব টিকিয়ে রাখতে!
আমরা কোন দিকে যাচ্ছি– কেউ জানি না।

রাজনীতির খেলায় কোণঠাসা বিশ্ব-জনগণ!
প্রশাসনও কিংকর্তব্যবিমুঢ়– টিগারে টিপ দিলে
আপন জনেরও মৃত্যু হতে পারে; আবার
চুপ করে থাকাও যাবে না– ক্ষমতার বদল হলে;
                            কি হবে কেউ জানে না!

সবার মনে আতংক, ভয়, অনিশ্চয়তার বসত,
তবুও কারো কারো সময় বেশ ভালো– তারা;
ক্ষমতাবান শাসক আর পয়সাওয়ালা!
সাধারণের বরাতে বারোমাস ক্ষতচিহ্ন,
স্বজনহারা হাহাকার, রোগ-শোক, ক্ষুধা-মৃত্যু।

পৃথিবীতে যতকিছুরই রদবদল হোক;
সাধারণেরা আজন্ম অসময়ের স্বাদ ভোগ করে,
তবুও তারা আশাবাদী– যুদ্ধ থেমে যাবে,
ন্যায়ের পক্ষে বিজয় আর স্বাধীনতা অর্জিত হবে,
বাজারদর নিয়ন্ত্রণে আসবে, বন্ধন মজবুত হবে
              আজ না হয় কাল; না হয় পরশু...।
_________________________
৩০/১০/২০২৩🖋️