আর মাত্র একটা রাতের দাবী করবো;
                               দেবেতো আমায় সময়?
তুমি চলে যাবার পর পৃথিবীটা
সূর্যকে বেশ কয়েকবার প্রদক্ষিণ করেছে; আমি
একবারও তোমার পথের সামনে আসিনি।

বুকের ভিতরে দীর্ঘশ্বাস গুলোর ঘর্ষণে
সৃষ্ট আগুনের গোলা তোমাকে দেখাতে চাই,
কয়েক সেকেন্ড তোমাকে পোড়াবো–
দেখাতে চাই ভালোবাসার বিচ্ছেদে মনে-
                     প্রাণে, হৃদয়ে কত বড় ঘা হয়?
সেই ঘা'য়ের দুর্গন্ধে শ্বাসপ্রশ্বাস চালিয়ে
বেঁচে থাকা কতটা কষ্টের কিংবা আনন্দের
                              তোমাকে বোঝাতে চাই।

আর মাত্র একটা রাত তোমাকে চাই–
আগের আবেশে ছুঁয়ে দেখতে পারবো না,
কারণ তুমি লিখিতভাবে অন্যের প্রেয়সী।
শুধু সে রাতে ঝরে পড়া তোমার চোখের জল
মুছে দিয়ে নিজেকে হালকা করতে চাই;
                               নতুন ভাবে বাঁচতে চাই,
বেদনাব্যঞ্জক কবিতাগুচ্ছ উগলে দিয়ে
সে রাত থেকে বেঁচে নতুবা মরে
              ভালো থাকবো সম্পূর্ণ নতুন রূপে।
-------------------------------------------
০৪/০৬/২০১৮🖋️