কত ব্যথার ফটো!
         কত না বলা কথা,
               কত শত ইতিহাস
                      পায় না খুঁজে পাতা!
অথচ সুখী মানুষের ভীড়ে
দুঃখীরা ফিরতে পারে না নীড়ে।।

কারো জাঁকজমকপূর্ণ জীবন,
     কেউ হাসপাতালের বারান্দায়,
        স্বপ্ন পূরণে কেউ ভুলে যায় বিশ্রাম
           কেউ দারিদ্র্যের কষাঘাতে কাতরায়।
কারো সম্পদ বাড়ে দিনে দিনে
কেউ ডুবে যায় ঋণে– মনে-প্রাণে।
________________
১১/০৯/২০২১🖋️