জানি তুমি ছটফট করছো,
রাত জেগে জেগে শুধু
ভাবছো আমার কথা।
লুকিয়ে কাঁদছো রাত্রির গভীরে
দিন গুনে যাচ্ছো প্রতিটা মুহূর্ত;
আর ভাবছো-
আমি বুঝি ভুলে গেছি তোমাকে!
পাগলী আমার, আমারও যে
কাটে না সময়–
দিনের কাজ শেষে যখন
অবসরে থাকি বসে; তোমাকেই ভাবি।
কবে ফিরবো তোমার কাছে-
আমিও দিন গুনি,
কেউ পথ চেয়ে আছে আমার জন্য-
আমি খুব অনুভব করি।
________________________
১১/০৯ /২০১৮🖋️
বাউশিয়ার চর, গজারিয়া, মুন্সিগঞ্জ, ঢাকা।
উৎসর্গঃ মোহনা
(দূর দ্যাশে বসে-২)