কেউ হাওয়ায় উড়বে
কেউ না খেয়ে মরবে,
কেউ মানবতার গান গাইবে,
কেউ মহা মানব হতে চাইবে,
কেউ চুরি করবে বাঁচার জন্য,
রঙিন স্বপ্নকে বড় করার জন্য–
কেউ কর ফাঁকি দিবে,
প্রকাশ্যে, দিনেরাতে কেউ লুটে যাবে
শ্রমিকের ন্যায্য পাওনাটাও,
কেউ লুকিয়ে কাঁদে– কেউ হাউমাউ।

আমরা কতিপয় প্রাণ– শুনি গান,
আমরা শুধুই দর্শক, জুড়াই মন-প্রাণ,
আমরা অহেতুক, নেই কোন মান
কিংবা কোথাও কোন অবদান....।
_____________
২৪/০৭/২০২১🖋️