কি লিখবো তার কথা?
আমার যে মাথাটাই মোটা,
তবুও বোঝেনা এই আঁতেল মন
সারাদিন থেকে থেকে করে গুনগুন।।
মোটা মাথা নিয়ে ধরলাম কলম
যদি মন খুঁজে পায় সান্ত্বনার মলম;
সে যে আমার থেকে এক বছর ছোট
জ্ঞান গরিমায় আমি বহু; বহুগুণে খাটো।।
দেশের বিদ্যাপিঠের পাঠ চুকিয়ে
বিদেশে আছে পড়ে;
বাংলা ভাষা নিয়ে গবেষণা এখন
রাতদিন যাচ্ছে করে।।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছিলো সক্রিয়
প্রতিবাদী কণ্ঠে মঞ্চ উঠতো কেঁপে;
আপামর শিক্ষিত অশিক্ষিত ছাত্র/জনতা
সমুদ্র ঢেউয়ের মতো উঠতো ফেঁপে।।
'বোদা' নামের আপন জন্ম শহরের
সব মানুষেরাই তার আপন;
ছোট বড়, ধনী গরীব সবার সাথে
তার ভীষণ ভালো আচরণ।।
ওরে; কাছে-দূরে, দেশে-বিদেশে
যখন যেখানে যেভাবে থাকুক সে;
দেশের কথা, গ্রামের কথা, মানুষের কথা
ভুলে না কখনো, অনুভব করে সবার ব্যথা।।
এতটুকুই জানি– পরিধি যে।অতি সামান্য!
স্নেহ-ভালোবাসায় তাকে কেমনে করি ধন্য?
তাই কলম আমার থেমে গেলো এবার এখানে
বলছে আমায়, 'তার ছাত্র হও; সুযোগ সন্ধানে।'
সেই আশায় রইলাম; তার ছাত্র হবো কোন একদিন,
যদি শিখতে পারি কিছু নিশ্চয়ই ধন্য হবো সেদিন।
--------------------------------------------
১৮/০৬/২০১৯🖋️
#উৎসর্গঃ Sowmit Joydip