মাঝে মাঝে বুকের ভিতরটা মুচড়ে উঠে,
হুহু করে কেঁদে উঠি নিরালায়;
রক্তের গতিও বদলে যায়,
চেনা মুখগুলি কেমন যেন হাজার বছরের
অচেনা মনে হয়।
সবার আচরণ না বলা ভাষায় বলে দেয়;
একা একাই চলতে হবে জীবনের পথ–
আমিও জানি এবং মানি; সে কথা।
আজ মা নেই; তার কথা খুব মনে পড়ছে,
তার প্রত্যেক কথাই সত্য– তার মতো করে
কেউ বুঝতে পারবে না আমার ব্যথা,
তা হাড়ে হাড়ে পাচ্ছি টের।
খুব কান্না পায় আর অশ্রু শূন্য চোখে কাঁদি,
কেননা এ কান্নার মর্ম নিরাকার দয়াল ছাড়া
কারো বুঝার ক্ষমতা নেই,
সবাই আমার থেকে দূরে চলে যেতে পারে;
তিনি কখনোই ভুলবেন না- এ যে বিশ্বাস।
তাই আবেগের নদীতে হাবুডুবু খেয়েও
চোখের জল চোখেই আটকে রাখতে পারি,
লড়াই করে যেতে সবসমই প্রস্তুত–
জিততে না পারলেও হারবো না,
শিখবো প্রত্যেক মুহূর্তে।
--------------------------------------------
২৫/০৬/২০১৪🖋️