তোমাকে উপভোগ করি;
হাসতে হাসতে; কাঁদতে কাঁদতে,
তোমার প্রত্যেকটা মুহূর্তকে
লালন পালন করি দিন রাতে।
তোমার ভালো মন্দ, ঝড়তুফান
বেলা অবেলার মান অভিমান,
এই হাসি, এই কান্না, কষ্টের বান-বন্যা
জ্বলে যাওয়া পৃথিবী কিংবা স্বর্গের বিছানা
সব কিছু পাশাপাশি, গভীরতায় মিশে
উপভোগ করে যাই খুব ভালো বেসে।।
তুমি চাওয়া পাওয়ার হিসেব করতে
যখন একাকী কলম ধরো;
হাসি পায়, না হয় কান্না করি গোপনে
যখন তুমি বাঁচো কিংবা মরো।
তোমাকে ভোগ-উপভোগ করি অহর্নিশ,
শুষে নেই তোমার ভেতরের সব অমৃত-বিষ।
তোমার সাদ-অবসাদগ্রস্ত শরীর মন,
সময় অসময়ে করে যত আয়োজন–
ইচ্ছা অনিচ্ছা যা'ই হোক নিরুৎসাহিত করি না,
আর যা'ই হোক, জীবনকে ঘৃণা করা যায় না।
------------------------------------
১৫/০৭/২০১৮🖋️