হতাশার নীল ছোবলে নীলাভ হৃদয়,
দুঃখের কালচে ছোপ ছোপ দাগ
জীবনের সীমানা জুড়ে,
নিরাশার পাখিরাও রোজ রোজ
আবাস গড়ে বুকের ভিতরে।
অর্থের টান
এলোমেলো করে জীবনের গান,
বয়ে আনে অতিষ্ঠের বান,
দৃষ্টিতে জ্বলে উঠে আঁধারের সান।
তবুও আমার রাজ্যে আমিই সব–
রাজা-প্রজা, কুলি-মজুর-সাহেব!
শত দুঃখ-কষ্ট, হতাশার মাঝে
হাসতে হবে আমাকে
দিনভর, রাতভর, সকাল-সাঁঝে।
_____________________
২৩/০৩/২০২২🖋️