যে নদীর জলের সাথে মিশে আছে রক্ত,
যেখানেই যাই যে নদীর মতো আর
কেউ ডাকে না আমায়, কেউ হয় না আপন,
যার কোলে শৈশব-কৈশোর, বড় হয়েছি,
সেই নদী আমার প্রিয় নদী-
আমার 'পাথরাজ নদী'।

যার হাঁটু জলে আত্মাকে ধুয়েছি বারবার,
যার শান্ত স্বভাবে অনুপ্রাণিত হয়ে
বারবার নিজেকে বদলে নিয়েছি,
সেই নদী আমার প্রিয় নদী-
আমার 'পাথরাজ নদী'।

যার কাছে শিখেছি- কুলুকুলু ধ্বনির মতো
গুনগুন করে চেনা অচেনা গান গেয়ে
ব্যথা, কষ্ট সব বুকেই লুকিয়ে রাখা যায়-
সেই নদী আমার প্রিয় নদী-
আমার 'পাথরাজ নদী'।
--------------------------------------------
১৪/০৭/২০১৯🖋️