ওরা নিয়েছে রাতের দখল;
              নিয়েছে দখল গোটা দিনের,
       ওরা নিয়েছে সবুজের দখল;
              দখল নিয়েছে নদীর ভিটের।

       ওরা নিয়েছে বাজারের দখল;
              নিয়েছে গোটা সড়ক- ঘাটের,
       ওরা নিয়েছে ভালোবাসার দখল;
              জাগিয়েছে সহিংসতার স্রোতের।

       রাজার কথাও ওদের দখলে;
              ওদেরই ইশারায় সব হাসি-কান্না,
       ওদের সাজানো পথের উপরে
              দোলে জীবনের ঠুনকো দোলনা।

       আমার কথাও ওদের দখলে!
              প্রতিবাদের ঝান্ডা যত; অস্তমিত,
       আমার কলমও ওদের শাসনে!
              হয়ে আছে খুব; খুব, খুব থতমত।।

       তাই চেয়ে চেয়ে দেখে যাই আর
              লোনা জলে বুক গোপনে ভিজাই,
       বেঁচে তো আছি; আছি তো! ভাই,
              বলো, এর চেয়ে আর কি চাই (ছি!)।
_____________
২৭/০৪/২০২২🖋️