যতটুকু করেছো; তার মাঝে কি
ছিলো না বিশাল স্বার্থের পাহাড়?
হিসেব শুধু তোমার কাছে-ই নেই;
আমারও কাছে ঢের হিসেব তার।।
আপন হয়ে সবে আপনের জন্য
স্বার্থের-ই কারণে খুঁজে দেই অন্ন...।
আপনের চেয়ে পর-ই ভালো
বিনা স্বার্থে-ই করে উপকার
মানুষের জন্য মানুষ তারা;
তারা-ই হৃদয়ের দাবীদার।।
আপন যারা; হৃদয়াসনে, স্বার্থ ফুরালে–
সম্পর্ক'টাকেও ঢেকে ফেলে আড়ালে।
স্বার্থ পূর্ণ হলে সব হয় স্তব্ধ;
মানুষ বোঝে তা– বেলা শেষে,
ভালো থাকুক স্বার্থান্ধ মানুষেরা;
আলো-আঁধারের মতো মিলে মিশে।।
আঁধার না থাকলে– কি মূল্য আলো'র?
মন্দ তো তেমনই মূল্য বাড়ায় ভালো'র।
_______________
১৪/০৫/২০২১🖋️