করোনা চাচ্ছে ওরে; এক দুই তিন করে,
একেবারে ধীরে ধীরে
সব মানুষের প্রাণ নিতে;
মানুষও একসাথে, রাতদিন দল বেঁধে
যেন চাচ্ছে মরে যেতে...।
তাইতো সব মানুষ হয়ে আছে বেহুশ;
করে যাচ্ছে হাউশ–
জীবন-মরণ সব ভুলে,
শত ভীড় ঠেলে মানুষ তাই এগিয়ে চলে
'করোনা'র দাবানলে...।
ঘরে ঘরে দীর্ঘশ্বাস; পৃথিবীর নাভিশ্বাস,
করোনারও হচ্ছে চাষ-
বাজারে দিনে রাতে,
তবু মানুষ একসাথে চলছে যে সব খাতে,
রঙিন চোখে দেখে...।
মানুষগুলো– ভাবনাগুলো,
সব কিছু এলোমেলো,
কারো নেই যেন ভয়,
করেছে মৃত্যু জয়, হায়-হায়, হায়-রে হায়!
মানুষ মৃত্যু দেখতে না পায়...।
এখনো আছে সময়;
এলোমেলো ভাবনা ছাড়ো,
বিবেকের সাথে মা-নু-ষ
বোঝাপড়া এখনই করো।
----------------------------------------------------------------
২০/০৫/২০২০🖋️
#কোভিড_১৯ কালে লিখা....।