যখন উত্তপ্ত গরমে হাসফাস করতে করতে
নির্ঘুম রাত কাটে,
যন্ত্রণা দিয়ে মহারাষ্ট্রের চিন্তা হেঁটে চলে
মগজের ভাঁজে ভাঁজে; সুতোয় সুতোয়
এবং রাতটি ফুরাবার পথে হঠাৎ
যখন বৃষ্টি নামে!!
আহ! কী শান্তি। প্রত্যেক লোমকূপ
ভরে যায় অবর্ননীয় সুখানুভূতিতে।
জেগে উঠার নির্ধারিত সময়ে নিয়ম ভেঙ্গে
ফের ঘুমিয়ে পড়ি।
এরপর! এলার্ম-ঘড়ি চিল্লায়...
অফিসের জন্য বেরুবার সময় হলো;
আমার সমগ্র সুখানুভূতিকে সে যেন
অচিরে হত্যা করলো!
প্রতিশোধ নিতে ঘড়িটার গলা চেপে ধরি,
দুয়েকটা আছাড়ও দেই...।
খানিক বাদে বিছানা ছাড়তেই হয়–
জীবন ও জীবিকার তাগিদে;
আমি, ছুটি অফিস পানে...
ইচ্ছে গুলো ঝুড়ঝুড় করে ঝরে পড়ে।
_____________
২৫/০৫/২০২১🖋️