শুকনো ঝড় এসে চলে গেলো-এই একটু আগে,
বাবা এসে মেয়েকে নিয়ে গেলে গ্রামের বাড়িতে
ঘরওয়ালী রান্নায় দিয়েছে মন
টিনের চালায় টুপটাপ বৃষ্টি
চলছে বাপ ছেলের আলাপন।
'দাঁড়াও দাঁড়াও, ফটো তুলি দুটো'-
হঠাৎ ঘরওয়ালী এসে বলে।
-তুলো তুলো, আমার মনতো নয় ফুটো।
তার হাতে তোলা সেই ফটো-
আমাদের বাপ-ছেলের আলাপন
কোন দুঃসাহসিকতায় তোমাদের কাছে
করে রাখি গোপন?
--------------------------------------------
১০/০৫/২০১৮🖋️