হাজার ফটোর মাঝে একটা ফটোকে
সবসময় খুঁজি– কোনো এক দিন যে আমাকে
আপন করে পাওয়ার আশায় কেঁদে কেঁদে
           কোমল বুকটা ভিজিয়ে ফেলতো।

যার প্রেমের মূল্য আমি দিতে পারি নি,
অভাব-অনটন আর হতাশা যার থেকে
অনেক দূরে রেখেছিলো আমার সব কিছু,
যে যেতে চায়নি ফিরে– আমার হাত ধরে
হাজার বছর নয়; মাত্র একটি দিন
                 যুদ্ধ করে বাঁচতে চেয়েছিলো!

কাপুরুষের মতো পিছিয়ে ছিলাম,
অর্থশূন্য হাতের দোহাই দিয়ে–
অন্যের ঘরে যেতে বাধ্য করেছিলাম,
সে-ই চলে যাওয়াটাকে যে বলেছিলো–
                      পৃথিবীর করুণ নির্বাসন।

আজ অস্তিত্বের কিছুটা পরিচিতি আছে,
চলার মতো (সামান্য) অর্থও আছে–    
                               অভাব-অনটন
থাকলেও বেশ কেটে যাচ্ছে দিন,
সাথে আছে অনেকের ভালোবাসা; শুধু–
সে নেই, তার সামনে নেই দাঁড়ানোর অধিকার।

অথচ; তাকে সেদিনও ভালোবেসেছিলাম,
আজো বাসি– রয়েছে সে সযত্নে, চুপচাপ
                             হৃদয়ের চিত্রপটে।
-------------------------------------------
০২/০৮/২০১৬🖋