চাঁদের আলো পড়েছে ধরার বুকে
আলো পড়েছে পাঁচতলার ছাদের উপর
সেই ছাদের উপর বসে তার আলো দু হাতের
মুঠোয় ধরে হৃদয়ের সমগ্র উঠোনে ছিটিয়ে দেই।

এখান থেকে সামান্য দূরে পূর্ব-উত্তর কোণে
গোমতী নদীটাও দেখা যায় ঔ চাঁদটার আলোতে
গোমতী নদীর উপর মৃদু ঢেউয়ে ঢেউয়ে
নাচে তার জোছনা, সরাতে চায় নদীর কালো
গোমতীর বুকে ভাসা নৌকাগুলোর ছাউনিতেও
                   পড়েছে চাঁদের অপূর্ব আলো।

এমন দৃশ্যে অনেক দুঃখ ভোলা যায়,
লুকিয়ে রাখা যায় অনেক কষ্ট,
অনেক ব্যথা নিয়েও থাকা যায় অনেক ভালো
                         যদিও তা ক্ষনিকের জন্য।

তবে স্মৃতির পাতায় আজকের চাঁদটার কথা
থাকবে অনেক অনেক দিন।
________________________
২২/০৯ /২০১৮🖋️  
বাউশিয়ার চর, গজারিয়া, মুন্সিগঞ্জ, ঢাকা।
(দূর দ্যাশে বসে- ১০)