প্রেম যখন মনে এলো–
তখন বয়স! সবে ইন্টার পাশ,
হায়! কাউকে বলার সাহসই পেলাম না
এমনকি প্রেমিকাকেও নয়।
আজ কাল প্রেম আসে
মেট্রিক পাশের অনেক আগে,
বয়ঃসন্ধিকালের গন্ধ শেষ না হতে
ভেগে যায় ছেলে-মেয়ে হাতে হাত ধরে
যুগ-যুগান্তরের পারিবারিক ভালোবাসা,
আদর-স্নেহ, শাসন, মায়ামমতা আর
মেলবন্ধনের বান ছিঁড়ে।
ওরা ধ্বংস হবে!
না-কি গড়তে পারবে!
নতুন পৃথিবী,
এ যেন এক অবান্তর প্রশ্ন।
ভালো থাকুক প্রেম, প্রেমিক ও প্রেমিকা।
_______________
২১/০২/২০২২🖋️