তুমি চলে যাবার পর
একটি দিনও আসেনি; যে দিনে
তোমার কথা ভাবিনি,
এমন একটি রাতও আসেনি; যে রাতে
তোমার কথা না ভেবে ঘুমিয়েছিলাম।
কল্পনার চার দেয়াল ঘিরে
তোমার স্মৃতিগুলি
অবিরত দুলতে থাকে–
জানি তোমার বিশ্বাস হবে না; না হোক,
তবুও বলি; তুমি যেন সারাক্ষণ
রয়েছো আমারি পাশে, বসে।
-------------------------------------------
০৩/১২/২০১৩🖋️
বসুন্দিয়া মোড়, যশোর।