আহারে করোনা; এবার ছেড়ে যাও না!!!
আর ভালো লাগে না, মোদের তুমি ধরো না।।
মোরা জাতে বাঙালি- খানিকটা কাঙ্গালি,
দেখলে গাড়িঘোড়া; বেড়ে যায় তাড়াহুড়া,
উঠে পড়ি তড়িঘড়ি; বাঁচি কিবা মরি–
নেই সেই ভাবনা...আহারে করোনা,
এবার ছেড়ে যাও না!!!
পেটেরও আছে দায়; মহাজনও দাবড়ায়,
ঘরে বসে কেউ কেউ; মাইনেটা পেয়ে যায়!
সাধারণের কথা নেই; কারো যে ভাবনায়–
মরণের ভয় নিয়ে; ঘরকোণে চেপে গিয়ে
বাঁচা তো যায় না....আহারে করোনা
এবার ছেড়ে যাও না!!!
খোকাখুকু বন্দী; করে নানান ফন্দি,
স্কুলও বন্ধ; বিদ্যাতে হয় অন্ধ,
ঘরে মন যা চায়; তাই শুধু করে যায়,
শোকেসের মালামাল; করে চলে বেসামাল,
গিন্নি রেগে মেগে; পিঠে দেয় দাগ এঁকে,
তাতেও তো সমস্যা; চারদিক ধোঁয়াশা
সমাধান হয় না.....আহারে করোনা
এবার ছেড়ে যাও না!!!
লকড ডাউন, টকড ডাউন;
আর কতো করবো কাউন্ট!
তোর ভয়ে ঘরে থেকে; না খেয়ে পেট চেপে
চিকিৎসাহীন থেকে, একলা থাকতে শিখে
বাঁচা তো আর যায় না... আহারে করোনা
এবার ছেড়ে যাও না!!!
_______________
২৪/০৫/২০২১🖋️