কোনো একদিন ছুটেছিলাম
                    পাগলা ঘোড়ার মতো;
তবে পাগলার মতো নয়...
'করোনা'র ভয় ছিলো না তখন,
আজ মন খারাপের দিনে–
                     অতীতকে হাতড়াই।

আহা! অতীত; কতই না সুন্দর ছিলে,
কেন যে তোমায় ছেড়ে এলাম
                     এত দূরে– এই বর্তমানে?
অভিযোগ অনুযোগ আর ব্যথায়
ভরপুর আমার বর্তমান; আগামীকাল
আবার 'মহাকাল' হয়ে যায় কি না!
বেমালুম আমি, বেকসুর আমি–

'বর্তমান' সবার ব্যথা পৌঁছে দেয়
আমার মনের ঝুল বারান্দায়;
আমার ব্যথা আমার কাছেই থাকে
ঠিক আমানত সম্পদের মতো।
আজ বিষিয়ে উঠেছে আমার বর্তমান–
ল্যাংটা ছিলাম ভালোই ছিলাম....।
------------------------------------
০৮/০৯/২০২০🖋️