বয়স হয়ে গেলে হারিয়ে যেতে হয়,
তুমি- আমি, আমরা, সব্বাই
চলে যাবো! বিস্ময় হলেও যে সত্য,
কেন? জানো? নতুনেরা অপেক্ষায়।
আমরা চলে গেলেই তারা
পূরণ করবে শূন্যস্থান।
শুধু মানুষের মাঝে এই নিয়ম!
নাহ্, তা নয়- জড় পদার্থেরও ক্ষয় হয়
কালের স্রোতে; তাই তার বিয়োগ ব্যথা
ভীষণ কাঁদালেও মেনে নিতে হবে।
পাথরাজ নদীর উপর দাঁড়িয়ে বহুদিন
পূর্ব-পশ্চিম, দু'পারের মানুষকে এক রেখে;
যোগাযোগে নিরবচ্ছিন্ন কাজ করে যাওয়া
একটি মাত্র ব্রীজ
কত সুখদুখমাখা স্মৃতির সাক্ষী!
আজ নিজেই সে কালের স্মৃতি হবার পথে।
তার শূন্যস্থান পূরণে তারই উত্তরে গা ঘেঁষে
দাঁড়াচ্ছে নতুন আরেকেটি ব্রীজ।
বয়স তাকেও ধরে রাখতে পারলো না!
এই দুঃখটা দু'পারের মানব মনে
বহুকাল জীবিত থেকে যাবে,
যদিও; অচিরেই পূরণ হয় শূন্যস্থান।।
-------------------------------------------
১০/০২/২০১৯🖋️