বাবা খুব বলতেন– 'খোকা, বিড়ি টানিস না,
নিকোটিন এর প্রভাবে ক্যান্সার হয়,
                            ক্যান্সার হলে মৃত্যু।'

তিনি সবসময় আদর্শ-নীতির কথা বলতেন,
মানুষের জন্য ছিলেন নিবেদিত এক প্রাণ।
নিজের কথা, পরিবারের কথা ভুলে থাকতেন,
বহন করে চলতেন ঋণের বোঝা; এমনকি
মৃত্যুর কথাও তিনি ভাবতেন না কখনো–
তাইতো মানুষের মুখে মুখে আজও তার নাম।

বাবাকে নিয়ে খুব গর্ব হয়, তার পরিচয়ে-
অনেক সম্মান আজ আমারও পকেটে,
শ্রদ্ধা দেখাতে বাবার একটা ফটো
যত্ন করে বাঁধিয়ে নিয়ে রেখেছি ঘরে,
ফুলের একটা মালাও দিয়ে রেখেছি...।

ঘুম থেকে উঠেই চোখ রাখি ফটোটার উপর,
ফুলের মালাটা নেড়েচেড়ে দেখি- ফুলগুলো
                    শুকিয়ে গেলে বদলে ফেলি।

আফসোস! আজও বিড়ি টানি, লোভ-হিংসা
আর রাজত্বের নেশায় চোখের ঘুম হারাম।
বাবা বোধহয় ফটোর ভিতর থেকে রোজ
আমাকে অভিশাপ ছুড়ে দেয় অবিরত–
আদর্শ মগজের ভাঁজে লালন করতে হয়।
_______________
০৫/১২/২০২০🖋️