ধন্য আমি ধন্য– বাংলা মায়ের জন্য,
বাংলাদেশের বুকে আমার হয়েছে যে জন্ম।
বাংলার এই সবুজ বুকে–সবুজ ধানের ক্ষেতে,
মন আমার দিবারাত্রি ও'ভাই, থাকে শুধু ডুবে।।
গাছে গাছে হাজার পাখির কত কলতান,
ফুলের গন্ধে দিবানিশি জুড়ায় মনপ্রাণ।।
নদীর ধারে কাশফুল আর বিলে ঝিলে শাপলা,
সকাল বিকাল মন আমার করে রাখে উতলা।।
বাঁশ বাগানের মাথার উপর চাঁদটা যখন উঠে,
জোছনা মাখায় সারা গায়ে, খেলে আমার সাথে।
কতশত রূপ মহিমায় অলঙ্কৃত এই বাংলাদেশ,
লক্ষ কবিতা লিখলেও যার কাহিনী হবেনা শেষ।
এটুকুই শুধু বলে যাই- যদি জন্ম হয় আবার,
বাংলা মায়ের কোলেই যেন জন্মি বারেবার।।
এক জনমে আমার দু'চোখ হবেনা যে কভু ধন্য,
ওপারেও কাঁদবে যে মন; বাংলা মায়ের জন্য।।
এই বাংলা মায়ের জন্য
ধন্য আমি ধন্য।।
-----------------------------------------
১১/০৭/২০১৮🖋️