এই ব্যাথাতুর গভীর কালো রাতে
রেখে আসলাম তোকে–সেখানে;
যেখান থেকে কেউ ফিরে আসে না
                            মানব কুলে কোনো দিন।

আদরের বোন আমার (Mayarufa Mou),
ঢাকা থেকে বাড়ি ফেরার আগে
আর কোনোদিন ফোন করে বলবি না–
                        'ভাইয়া, কাল বাড়ি ফিরছি।'

কত মানুষ কাঁদলো, তোকে ডাকলো–
এতোটা পাষাণী হয়ে চুপটি করেই
থেকে গেলি! ঘুম থেকে উঠলি না আর!
বুঝলি নারে কত ব্যাথা সবার বুকে...।
এবং এ রাত– সেই রাত, যে রাত বুকের
পাজরে পাজরে ব্যাথার স্মারক হয়ে
                        রইলো জেগে, রইবে জেগে।

থাক, ঘুমিয়েই থাক;
আর কোনোদিন ডাকবো না,
দয়াময় মাওলা যেন তোকে দয়া করে;
ক্ষমা করে  রাখেন জান্নাতে–
                   এই শুধু প্রার্থনা তোর জন্যে....।
__________________________
১৩/০৬/২০২১🖋️