জরাজীর্ণ জীবন, ক্লান্ত দেহ মন– মাথার উপর
আকাশ ভাঙ্গা দুঃশ্চিন্তা, বুকের ভেতর
                           পাহাড় চাপা কষ্ট আর
ঝুট ঝনঝাট ঝামেলা, অসুখ-বিসুখ, এমনকি–
জীবনের শেষ যাত্রার অশান্ত প্রহরেও
অফুরন্ত সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়,
ভালোবাসা পাওয়া যায়, আনন্দে চোখের জল
ফেলা যায়– সন্তানদের মুখের দিকে চেয়ে,
                                   আহ! কী তৃপ্তি।

সব বাবা-মা'-ই একদিন এমনই ভাবতো,
বাবা হবার পর আজ হাড়েহাড়ে বুঝতে পারি,
                  উপলব্ধি করি প্রত্যেক মুহূর্তে।

খুব করে মনে পড়ে বাবা ও মায়ের কথা,
(বাবা আছে, মা'ও আছে; শুধু নেই গর্ভধারিণী),
সবার কথা-ই মনে পড়ে খুব, মনে পড়ে–
তাদের আদরের কথা; এই জীবনের শুরুতে
                 কতই না কষ্ট করেছিল তারা!

আপন সন্তানদের লালনপালন আর
আদর করার সময় মনে পড়ে সেসব কথা,
বাবা-মা, আত্মীয়-স্বজন, পাড়াপড়শি–
সবার প্রতি বাড়ে শ্রদ্ধাবোধ, ভালোবাসা,
সহানুভূতি আর সমবেদনাও বাড়ে দিনে দিনে;
যাদের আদর আর শাসনের সুখানুভূতিতে
দিনে দিনে হয়েছি এত বড়, এসেছি এত দূর।
-----------------------------------------
০৭/১১/২০১৭🖋️