ভাবতেই গা শিউরে উঠে;
সেই উত্তাল দিনে এই আমার
কোন চিহ্নই ছিলো না- তবুও মনে হয়;
আমি যেনো সেই জনসমুদ্র ঠেলে
মঞ্চের সামনে অপেক্ষায় আছি–
জনসমুদ্রের সাথে;
কখন তিনি এসে দাঁড়াবেন মঞ্চে?
তিনি এলেন; সমুদ্রের পাগলা ঢেউয়ের মতো
জনতার শব্দ ঢেউ জেগে উঠলো,
তাঁর বজ্রকণ্ঠ থেকে বেড়িয়ে এলো
স্বাধীনতার মন্ত্র বাণী–
এবারের সংগ্রাম; আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম; স্বাধীনতার সংগ্রাম।
সেই দিনটি ছিলো ৭১'র ৭ই মার্চ;
ইতিহাসের পাতায় দিনটিকে আখ্যায়িত–
'ঐতিহাসিক' মহিমায়।
যার ডাকে মহান স্বাধীনতা– তিনি
বাঙ্গালির প্রাণভোমরা, ইতিহাসে মহান নেতা,
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেরা নায়ক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।
------------------------------------------
০৭/০৩/২০১৯🖋️