লঙ্কার আছে মেজাজ দারুন,
আছে একখান বোঁটা।
নয়কো সে শুরু ফিনফিনে,
নয়কো সে মোটা।

বেগুন গাছে থাকে যেটা,
বাবলা গাছেও থাকে সেটা।
হাত লাগলে রক্ত বেরোয়,
যখন দেবে খোঁচা কাঁটা।

মাটির নিচে থাকে আলু,
সে বলে আমি ভীষণ চালু।
কখনো সেদ্ধ,কখনো ভাজা,
কখনো আবার ঝোল।
আলুর পেটটা এত মোটা,
যেন তাগডুমাডুম ঢোল।

সবুজ হলো কাঁচা টমেটো,
পাকা টমেটো লাল।
পাকা টমেটো দিয়ে হল,
পোনা মাছের ঝাল।

ঘন্টা করতে কুমড়োর,
ধরে অর্ধেক কাটি।
কান্ডটা যে নেই কুমড়োর,
বেড়ে উঠে ধরে খুঁটি।

ভেন্ডি হলো সরু লম্বা,
সবুজ হলো তার গা।
ভেন্ডি না খেলে তোর বাছার,
শক্তি যে হবে না।

আরো আছে সব্জি অনেক
সব চুপড়ি ভরে,
বলবো আমি পরপর সব,
একটু একটু করে।

একদিনেতে যায় না বলা
সব সব্জির স্বাদ,
তাইতো আমি অনেক সব্জির,
নাম দিয়েছি বাদ।

চুরি হলে তোর বাড়িতে,
খাবি তুই শুধু ছোলা।
চোর নিয়ে গিয়ে সব খাবার,
দেখিয়ে যাবে কাজ কলা।