ছোট্টবেলায় মায়ের কোলে
ঘুমাই মাথা দিয়ে,
বড় হলে ছিনিমিনি খেলি
সেই মাকেই নিয়ে।

ভয় লাগলে অন্ধকারে
জড়িয়ে ধরে মাকে,
বড় বেলায় কাছে এলে
দূরে ঠেলে দিই তাকে।

ছোটবেলায় যার আঙুল ধরে
শিখেছি আমি হাঁটাচলা,
বয়স বাড়লে তার সাথে আর
যায়না কি কথা বলা?

সব দূর ছাই সহ্য করেও
মা থাকে মোর পাশে,
মা থাকলে মোর জীবনে
চির দিন সুখ আসে।