মা আমাদের ভালোবেসে,
খাওয়ায় করে রান্না।
মায়ের জীবনের মধুর সুর,
বাচ্চার প্রথম কান্না।
কড়াই থেকে কষা মাংস যার ,
খেতে লাগে ভালো।
সেই মা-ই করে রেখেছে,
আমার জীবন আলো।
ফুলের মতো সুন্দর,
আমার মায়ের মুখ।
মা থাকলে আমার পাশে,
চিরকাল পাবো সুখ।