মোদের এক ছোট্ট বন্ধুত্ব,
মোরা দুই ছোটো কুঁড়ি।
আনন্দ হলে হাসি ঠাট্টা,
দুঃখে অভিমান করি।
আনন্দ আর অভিমান,
সমান পক্ষে দুজনেরই।
যেন আমরা দুজনেই,
প্রকৃতপক্ষে Tom and Jerry.
সাহায্য করি দুজন দুজনকে,
কাজ করি হাতে হাতে।
প্রতিজ্ঞা করেছি আমরা দুজন,
থাকবো মোরা সাথে সাথে।