বঁধুয়া আমার চোখে দেবে বিনা কারণের জল
আমি তার হাতে দেব গৃহস্থের আদুরে নিয়ম
ধানছড়া, কড়ি, চাল, সরায় উপচে-পড়া
জনম অবধি তাকে হম্...
সবেমাত্র ভিজে এল—ঘাম-লাগা শ্রাবণী ফসল
বঁধুয়া অবাক হবে, পাঁচালি যে-সুরের ধরন
ক্রমে সন্ধ্যা হতে হতে চারপাশে ঘনাবে প্রদীপ
যেভাবে জেনেছি মা'কে—আমপাতা থেকে ভুরু
এঁকে নিচ্ছে সোহাগিনী টিপ
চরাচর কেঁপে ওঠে এমন জোকার-দেওয়া মন
বঁধুয়া তোমারও আছে, শহরে এখনও কিছু নিভৃতি স্বীকার করা যায়
আমাদের দেখা হবে—চন্দনের বনে নয়;
আদিগন্ত ট্র্যাফিকে, ঢাকায়...