তোমার দিকেই চেয়ে আছি
সকাল হতে সন্ধে
আমার ভেতর তোমার বাসা
নেইকো এতে ধন্ধে
রোদের তাপে পুড়ছি হেলায়
রোদের বাসা নাম অমর
পূজছে না কেউ দেখছে কেবল
সূর্য দেবের সেই বাসর
দেওয়াল জুড়ে আঁকি কাটা
বিচিত্র সব সুড়সুড়ি
ছেলে বুড়োর মুখ হলো হাঁ
দেখে ভাঁজের কারিগরী
ত্রিকোণ প্রেমে ভাসছে দেহ
কারোর মুখেও উষ্ণতা
কালো পাথর রথের চাকায়
শিল্প নাকি শালীনতা ?
বলবো না থাক এসব কথা
পড়বে মুখে ধর্মদাঁড়ি
মুরুব্বিরা আসবে তেড়ে
দিতে হবে বিদেশ পাড়ি ।।