শীতের রাতে বৃষ্টি এমনতর
সমস্ত রাত নদীর বালুচরে
ভয়ের চোটে তোমার আঙ্গুল পেয়ে
স্পর্শ করি শীতল অধিকারে
তুমি তখন চমকে গেলে ছ্যাঁক
কারণ আমার, রক্ত ভীষণ শীতল
ভয়ই নাকি ছোঁয়ার বাহানাতে
হারিয়ে গেলাম অতঃপর অতল ;
তোমার আবার সাঁতার জানা ভারী
এক ডুবে নেমেছো খুঁজতে
নেহাত তবে হারিয়ে যাওয়ার নেশায়
পৌষের জলে , শ্রাবণ সাজতে
শেষমেষ মিলনকালীন ক্ষণে
অনেকটা দূর জলের দেশের মাঝে,
ছুঁয়ে ফেলি জলকন্যে তোমায়
আমি তখন মাঝি রাজার সাজে ।