আমাকে স্বার্থপর বলছ ?
খানিকটা বেহায়া হয়ত ছিলাম
তবে নেহাৎই ভালোবাসার ডর
শোনো একটা কথা বলি
চোখের জল আমাদের দুর্বল করে
আমরা  ভালোবাসতে ভয় পাই
স্বপ্নকে ভালোবাসি কেবল ৷


আমি তো বোধহয় তোমাকে না
ভালোবেসেছি চিরকালই অজুহাতকে
ঠোঁটকাটারাই সবচেয়ে ঠোঁট ভালোবাসে
আর মিছে মিছরির ঝোঁক আঠারোর
তবুও ভয় পেতে পেতে গা সওয়া আমার
বেশ ভয়ে আমি মিছিলের গান গায়
তোমায় বলতে পারি চাঁদ খুজছি শুধুই
তবে সে পাতি গল্পকথা হবে আসলে

হিজিবিজিরা সব সময় হারিয়ে যায়
তবুও ওকে মনে রাখছি আজকাল
কথারা কোথা হতে আসে প্রশ্ন করেছিলাম
মনে আছে আজও - কথার কথাটুকু কেবল
মুখ বলে আর বাকীটা বলে অবচেতন
আমাকে স্পর্শ করেছিলে তখন
আর বলেছিলে হারিয়ে যেতে
আত্মগোপনও নাকি একপ্রকার প্রেম
আমি আজও দায় এড়াতে প্রশ্ন করি
আচ্ছা তুমিই কী  আমায় খুঁজেছ ?
আমি কী খুঁজিনি তোমায় ??