হঠাৎ কোনো গোপন লেখা
কখনও যদি আঁচড়ে খুঁড়ে বেরিয়ে পড়ে
হঠাৎ কোনো প্রশ্ন করে ?
খামচে ধরে ঘাড়ের কাছে
ঠোঁটের তিল আর চিবুক ছিঁড়ে
বুক চিতিয়ে সপাট স্বরে
বলেই বসে
আমায় কেন আটকে রাখা ?
সুনীল আকাশ ,মধুর আলো
এসব শুধুই খাতার পাতায়
কল্প দিয়েই বন্দী কেন ?
বৃষ্টি ফোঁটার গন্ধ কী তোর শুধুই একার ?
আমার বেলা হৃদয় বলে বস্তু ফাঁকি !
কাদার মাঠের,কলাই ক্ষেতের গল্প আমার
জানতে বাকী ৷
কল্পনাদের খাদ্য করে তুই তো বাঁচিস
আমার জীবন ভেলভেটের ওই বাক্সটাতে
বন্ধ রাখিস৷৷