আমার ঘুম পেয়েছে সন্ধে দেখেই
ঘুমিয়ে যেতে দাও
এ রাত আমার দেখার আগেই
ফুরিয়ে যেতে দাও ৷
আমার ফুলবাগানে আজ দেখেছি
হাজার পঙ্গপাল
আমার মন বিঁধেছে,ঘুম কেড়েছে
বিগত সকাল ৷
ওগো তুমি দিনহারিনী
মনবিবাগী যাম
এ যে ভীরু কলঙ্কিত
লুকিয়ে গেছি নাম ৷
সে যে ফুলের বাসে হল পাগল
ফুরালো জীবন
নিজের হিয়ায় হারিয়ে যাওয়ার
দারুন দহন ৷
সেদিন যখন অাকাশ কালো
দুপুর গেলো ছায়
কাঁকন ভাঙে দিকবসনা
সুরের আশায় ৷
মনখারাপের তপ্ত রোদ আজ
বিকালের খোঁজে
হারিয়ে আমি,ফুরিয়ে আমি
পুরানো ভাঁজে ৷
হয়ত বাসায় আজ এসেছে
বুড়ো রঙা 'ডাক'
তবুও আগেই শেষ হয়েছে
শীতের পোশাক ৷৷