বসন্ত তার রাঙ্গা হাতে রঙ মেখে
দাঁড়িয়ে ঠাঁই আমার মনের প্রান্তরে
সে ডাকে মুখ ফিরিয়ে নিয়ে
কেমনে থাকা যায় রে ?
আমার মন কী মানে হায় রে ৷
রঙ মেখেছে আজকে আকাশ
রঙের সাজে দক্ষিন বাতাস
গাছ-গাছালি রঙ মেখেছে
ফ্যাকাসে কেউ নাই রে?
সব কোকিল অাজ ডাকে আমায়
ঘরেতে নাই ঠাঁই রে ৷
অাজ চাই হারাতে চাই রে ...
যদিও এখন বসন্ত গেছে তবুও মনের কোঠায় এখনও শেষটুকু শেষ হয়নি ৷ তাই পুরোনো লেখা হাতড়ে ক্ষুদ্র প্রকাশ ৷৷