সমাজের দিকে তাকিয়ে পরপর
চারটে খিস্তি মেরেছি ৷
আকাশ আর আমার মধ্যে
থুতু ছিটোনো সম্পর্কটা অনুভব করলাম ৷
কান চাপা , ভ্রূ কুঞ্চন অার নাক সিঁটকে
রাস্তা পেরোলো হরিপদ রা ৷
নিন্দুকেদের ভূমিকাটা জরুরী ছিল খুব ,
দায় সামলাল সুশীল সমাজ ৷

এদেশে রাস্তায় গণধর্ষনে, খুনে
ভিড় জমে সুশৃঙ্খলীত৷
বাজারের থলি, চায়ের কাপ,হাতে রয়ে যায়
বাঁদর নাচের আসর খালি হয়ে আসে
কাজ খানিকটা ছুটি পায় গা হেলানোর
আর ছেয়ে থাকে এক অপেক্ষা কেবল
পরঃপ্রাতের হেডলাইনের ৷

এখানে প্রতিবাদী বুকে শিল বেঁধে
তবে একটাও অস্থির পদক্ষেপ মেলে না ৷
তুমি বলতে পারো এটুকুতো বুক ?
এরই মাঝে সংসার , এরই মাঝে সুখ ৷
এখানে কলম থেঁতো হয়ে গেলে
নতুন কলম মেলে !
একটা ভাবনা মরে গেলে
কেবল ভয় মেলে ৷

আঙুল তুলেছি বিশিষ্ট 'ভগবান'দের
"তুমি কোথা হতে আসিয়াছ  ?"
উত্তর মিলছে না !
বিশ্বাস-ভয়-অজ্ঞানতা
সবকটাকে লাইনে দাঁড় করিয়ে
পুলিশি জেরায় জেরবার করো
আর তিপান্নটা গুলি মেরে শেষ করে দাও ৷

বিদ্রোহ আজ ল্যাদ খেয়ে গেছে
হাতের পেশীতে কেবল ল্যাকটিক acid
জিরোতে-জিরোতে অকেজো  কোমর !
বুক প্রশ্বাস আর নিশ্বাসের মাঝে
দুঃস্বপ্ন বিরতি নেয় ৷
কেবল ঘাড় বাঁচিয়েছিলো মাথা...
থেঁতো করে দিয়ে গেলো অকেজো ব্যুমেরাং
হাঁফ ছেড়েছি সুশীল সমাজ
এরপর পৃথিবী জুড়ে বিরাজ করবে  
এক আন্ট্যার্কটিক শীতলতা ৷
কেবল হাত গোনো আর হাত গোনো ৷